Apan Desh | আপন দেশ

তিন দফা দাবিতে খুবি শিক্ষার্থীদের ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি

খুবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৩৪, ৩১ আগস্ট ২০২৫

তিন দফা দাবিতে খুবি শিক্ষার্থীদের ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি

ছবি: আপন দেশ

ডিপ্লোমাধারীদের ‘অযৌক্তিক দাবি’র বিরুদ্ধে তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এবং সারাদেশে কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘এগ্রি ব্লকেড’ করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো-টেকনোলজি ডিসিপ্লিন ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

রোববার (৩১ আগস্ট) বিকেল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট সংলগ্ন নগরীর প্রবেশপথে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে নগরীতে প্রবেশ ও বের হওয়া পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। এর আগে শনিবার (৩০ আগস্ট) রাতে কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপে কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো-টেকনোলজি ডিসিপ্লিনের এক শিক্ষার্থী বলেন, আমরা যোগ্যতার ভিত্তিতে অধিকার চাই। কৃষি ও কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা না করলে কেউ কৃষিবিদ পরিচয় ব্যবহার করতে পারে না। অথচ ডিপ্লোমাধারীরা বারবার অযৌক্তিক দাবি তুলে বিভ্রান্তি তৈরি করছে।

আরওপড়ুন<<>>বাকৃবি’র উপাচার্যসহ ২২৭ শিক্ষক অবরুদ্ধ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, আমাদের দাবি স্পষ্ট। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ ও পদোন্নতি হতে হবে। অন্যথায় আমরা মাঠে থেকে আন্দোলন চালিয়ে যাব।

শিক্ষার্থীদের তিন দফা দাবি :

১. কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।

২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির সুযোগ না রাখা।

৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কাল সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ কোনো কোনো দল পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: তারেক রহমান শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল ৩ জনের মরদেহ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, চবি-আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি সুষ্ঠু ভোট আয়োজনের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ডাকসুর জিএস পদে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম!