Apan Desh | আপন দেশ

বাকৃবি’র উপাচার্যসহ ২২৭ শিক্ষক অবরুদ্ধ

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২২, ৩১ আগস্ট ২০২৫

বাকৃবি’র উপাচার্যসহ ২২৭ শিক্ষক অবরুদ্ধ

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের একক কম্বাইন্ড ডিগ্রির দাবি করা শিক্ষার্থীরা জরুরি সভায় উপাচার্যসহ উপস্থিত সকল শিক্ষককে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছেন। কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত আশানুরূপ না হওয়ায় শিক্ষকদের অবরুদ্ধে করেন তারা। 

রোববার (৩১ আগষ্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ ঘটনা ঘটে। এর আগে বেলা ১১টায় কম্বাইন্ড ডিগ্রি ইস্যু সমাধানে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভা শুরু হয়।

আরওপড়ুন<<>>চবি-আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি 

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৯টা থেকে দুই অনুষদের শিক্ষার্থীরা শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের আশপাশে জড়ো হতে থাকেন। শিক্ষার্থীদের একটাই দাবি ছিলো- 'এক পেশায় এক ডিগ্রি, কম্বাইন্ড ডিগ্রি'। দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত আশানুরূপ না হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে একত্রে অবরুদ্ধ করে তালা লাগিয়ে দেন।

জানা যায়, অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে কম্বাইন্ড ডিগ্রির পাশাপশি বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন ও থাকবে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বাকৃবি।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা তিন ডিগ্রি মেনে নেয়নি। তারা চায় এক পেশায় এক ডিগ্রি, কম্বাইন্ড ডিগ্রি। ফলশ্রুতিতে শিক্ষকদের তারা অবরুদ্ধ করে রেখেছেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কাল সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ কোনো কোনো দল পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: তারেক রহমান শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল ৩ জনের মরদেহ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, চবি-আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি সুষ্ঠু ভোট আয়োজনের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ডাকসুর জিএস পদে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম!