
ছবি: আপন দেশ
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার ল্যাবে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এ সময় তিনি বলেন, সাংবাদিকতা অত্যন্ত চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ পেশা। এ পেশায় যারা যুক্ত হন তাদের মধ্যে সততা, সাহসিকতা ও সত্যনিষ্ঠা থাকা অপরিহার্য। কারণ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অন্যায়-অবিচার, অসঙ্গতি ও ইতিবাচক দিক প্রকাশ পায়। এজন্য শুধু পুঁথিগত বিদ্যা নয়, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক প্রযুক্তি ও ডাটাভিত্তিক দক্ষতা অর্জন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ডাটা জার্নালিজম আধুনিক গণমাধ্যমের অন্যতম শক্তিশালী ক্ষেত্র। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জনগণকে সঠিক সংবাদ পরিবেশনই গণতন্ত্র ও জবাবদিহিতা শক্তিশালী করতে পারে। সাংবাদিকতার প্রতিটি স্তরে তথ্যভিত্তিক উপস্থাপন গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি হবে।
আরওপড়ুন<<>>খুবির ওংকার শৃণুতা’র নেতৃত্বে খায়রুন-কৌশিক
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন প্রধান সারা মনামী হোসেন বলেন, ডাটা জার্নালিজমের ওপর যদি শিক্ষার্থীরা আরও ট্রেনিং পায়, তাহলে সেটা তাদের ভবিষ্যতের জন্য বেশি কার্যকর হবে। বর্তমান যুগের সঙ্গে তাল মিলাতে এটি তাদের সহায়তা করবে। কারণ মানুষ এখন বিশ্লেষণমূলক এবং ডাটাভিত্তিক ইনফরমেশন বেশি পছন্দ করে।
এছাড়া আরও বক্তব্য দেন- সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন, টিআইবির পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন প্রধান সারা মনামী হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম। সঞ্চালনা করেন টিআইবির ডেপুটি কো-অর্ডিনেটর জাফর সাদিক।
দিনব্যাপী এ প্রশিক্ষণে খুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ডাটা সংগ্রহ, বিশ্লেষণ, ভিজ্যুয়ালাইজেশন এবং সংবাদ পরিবেশনে প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।