
ছবি: আপন দেশ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম আবৃত্তি বিষয়ক সংগঠন ওংকার শৃণুতা’র নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে প্রিন্টমেকিং ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খায়রুন নাহার প্রধান সমন্বয়ক এবং ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কৌশিক সাহা সমন্বয় সচিব নির্বাচিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে শনিবার (২৩ আগস্ট) সংগঠনের ২৫ বছর পূর্তি উৎসব ‘পঁচিশে শোন প্রথম ধ্বনি’ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
আরওপড়ুন<<>>জকসুর দাবিতে ‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচি
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সমন্বয়ক সচিব শারমিন সুলতানা, অর্থ সমন্বয়ক সৌরভ রায়, সহ-অর্থ সমন্বয়ক সাদিয়া ইসলাম, আবৃত্তি সমন্বয়ক শ্রেয়া কাঞ্জিলাল, সহ-আবৃত্তি সমন্বয়ক শাশ্বত বিশ্বাস বিশাল, দফতর সমন্বয়ক রাফিদ ফয়সাল কাব্য ও সহ-দফতর সমন্বয়ক অনন্যা বাছাড়, প্রচার সমন্বয়ক সৈয়দা নুসাইবা সুলতানা এবং সহ-প্রচার সমন্বয়ক মৌমিতা গাঙ্গুলী মৌ।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন- প্রাপ্তি ফারহিন, তাইমিয়া তাহসিন, মো. আবু তাহের ও আনজিলা ইসলাম আন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।