Apan Desh | আপন দেশ

ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪০, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ২১:৪১, ১৮ জুলাই ২০২৫

ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

ছবি: আপন দেশ

খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ত্রিপুরা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) জুম্মু শিক্ষার্থীরা। একই সঙ্গে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে রাবি-রুয়েট  জুম্মু শিক্ষার্থীরা এ বিক্ষোভ সমাবেশ করেন।

এ সময় তারা, 'আছিয়া থেকে চিংমা, খুন-ধর্ষণ আর না', 'জুম্মু নারীর প্রতি সহিংসতা বন্ধ কর', 'উন্নয়ন ও পর্যটনের নামে ভূমি দখল বন্ধ চাই', 'অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়ন কর', 'আদিবাসী নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত কর', 'নারীর ওপর নিপীড়ন বন্ধ কর', 'রাষ্ট্রীয় হেফাজত বন্ধ কর'সহ বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে প্রতিবাদ জানায়।

আরওপড়ুন<<>>ডেঙ্গু আক্রান্ত হয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে মানববন্ধন

সমাবেশে বিচারের দাবি জানিয়ে শ্যামল জুম্মু বলেন, আমরা এ দলবদ্ধ ধর্ষণের তীব্র নিন্দা জানাই। আমরা এর আগেও বারবার দেখেছি, পাহাড়িরা ধর্ষণ ও হামলার শিকার হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি হামলার প্রতিবাদ করতে গেলেও আমরা আবার হামলার শিকার হই। আমরাও তো স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলাম, তারপরও আমাদের সঙ্গে এত বৈষম্য কেন? আমরা চিংমার ধর্ষণ ও খুনসহ সকল ঘটনার প্রতিবাদ জানাই।

ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রিছার্চ চাকমা বলেন, আমরা প্রতিবাদ করতে গেলেই আমাদের ওপর হামলা চালানো হয়। আমরা যদি রুখে দাঁড়াই, পার্বত্য চট্টগ্রাম অচল হয়ে যাবে। গত তিন মাস আগেও আমরা এক ধর্ষণের বিচারের দাবিতে প্যারিস রোডে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত বিচার পাইনি। আমরা এদেশে মিয়ানমার বা চীন থেকে উড়ে আসিনি। আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি। কিন্তু খাগড়াছড়ি ও রাঙামাটি প্রশাসন সে ধর্ষকদের প্রশ্রয় দেয়।

এর আগে বুধবার (১৬ জুলাই) রথযাত্রা চলাকালীন সময়ে ভাইবোনছড়ায় মেলায় অংশ নিয়ে ফেরার পথে ওই কিশোরী তার কাকার বাড়িতে রাতযাপন করে। সেখানেই রাতের বেলায় চার যুবক ওই বাড়িতে ঢুকে ‘অবৈধ শারীরিক সম্পর্ক’ চলছে, এমন মিথ্যা অভিযোগ এনে চাচাতো ভাইকে বেঁধে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করে বলে জানায় তারা।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়