Apan Desh | আপন দেশ

জবিতে বিশ্বজিৎ দাসের নামে হল রাখার আহবান রাশেদের

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০১, ২০ জুন ২০২৫

আপডেট: ১৯:০২, ২০ জুন ২০২৫

জবিতে বিশ্বজিৎ দাসের নামে হল রাখার আহবান রাশেদের

গণঅধিকার পরিষদ নেতা মো. রাশেদ খান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের( জবি) একটি হলের নাম 'বিশ্বজিৎ দাস হল' রাখার আহবান জানিয়েছেন গণঅধিকার পরিষদ নেতা মো. রাশেদ খান। তিনি বলেন, এর মধ্য দিয়ে ছাত্রলীগের দমন-পীড়ন ও গুম খুনের ইতিহাস মানুষের সামনে তুলে ধরা হবে।

শুক্রবার (২০ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস) কতৃক আয়োজিত 'গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা' শীর্ষক সেমিনারে এ আহবান জানান রাশেদ খান। জবিসাসের ১৯তম বর্ষপূর্তী উপলক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।

গণঅধিকার পরিষদের এ নেতা বলেন, আপনারা আবাসনের জন্য আন্দোলন করেছেন। আমরা এ আন্দোলনে সংহতি প্রকাশ করেছি। আন্দোলনে আপনারা সফল হয়েছেন। আপনাদের এ সফলতার সঙ্গে বিশ্বজিৎ দাসকে স্মরণীয় করে রাখতে পারেন।

আরওপড়ুন<<>>নারী শিক্ষার্থীকে ধর্ষণ-ভিডিও, শাবির দুই ছাত্র আটক

তিনি বলেন, বিশ্বজিৎকে ২০১২ সালে ছাত্রলীগ প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে, শিবির ট্যাগ দিয়ে হত্যা করেছে। তাই আমি বলতে চাই, আপনাদের আবাসন হলগুলোর একটির নাম বিশ্বজিৎ দাস হল রাখতে পারেন।

ছাত্র রাজনীতি প্রসঙ্গে রাশেদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে ছাত্রলীগ ছিল একটি বিষফোড়া । ছাত্ররা তাদের দখলদারিত্বের রাজনীতির পরিবর্তন চায়। ছাত্রদের উচিৎ গণরুমে, হলে নির্যাতনের রাজনীতির পরিবর্তন করা।

জবিসাসের সভাপতি ইমরান হেসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরি এ্যানি, জামায়েতে ইসলামীর ঢাকা দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, গণঅধিকার পরিষদ নেতা রাশেদ খান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি মুহা. নিজামুল হক নাঈম, ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহবায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ন আহবায়ক মনিরা শারমিন ও অন্যান্য রাজনৈতিক নেত্ববৃন্দ।

সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন  সভাপতি শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতা কর্মীরা।

অঅপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত: সিইসি আ.লীগের ৪৩ নেতাকর্মী গ্রেফতার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক সন্ধ্যায় সংসদ নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি শেখ হাসিনাদের বিরুদ্ধে রায় ১৭ নভেম্বর, মানবতাবিরোধী অপরাধ নতুন কুঁড়ির বিজয়ীদের হাতে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান ঘটল শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করল ডাকসু রাজপথের আ. লীগ অধিক শক্তিশালী-জনপ্রিয়: রিচি সোলায়মান