‘শাহবাগী বুদ্ধিজীবীরা ফ্যাসিবাদ দীর্ঘায়িত করেছিল’
শাহবাগী ও তথাকথিত কিছু বুদ্ধিজীবীরা দেশে স্বৈরাচারী হাসিনার ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছিল। এ মন্তব্য করেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, এইসব বুদ্ধিজীবীদের মধ্যে হিপোক্রেসি ছিল।
সোমবার (১৩ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রশিবির কর্তৃক আয়োজিত শহিদ ইকরামুল হক সাজিদ স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবু সাদিক কায়েম বলেন, মুক্তির জন্য আমরা বিগত ১৬ বছর লড়াই করেছি। কিন্তু সমাজের বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষকদের একটা অংশ ছিল মুক্তির পক্ষে কথা বললেও কৌশলে শেখ হাসিনার জুলুম নির্যাতনের পক্ষে সমর্থন দিয়েছিল।
০৮:৪৬ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ সোমবার