জবি কর্মচারীদের অনিরাপদ জীবনযাপন
জরাজীর্ণ প্রাচীর, ভবনের ছাদে বিস্তর ফাটল, পাস্তর ক্ষয়ে পড়া দেয়াল, স্যাঁতসেতে মেঝে ও বাতায়নের শিকে শিকে মাকড়সার জালের আধিপত্য। বিদ্যুতের আলোর দেখা মিলে না কলেজ যুগ থেকে। ভাঙাচোরা, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ বাণী ভবনেই বছরের পর বছর ধরে বাস করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রায় অর্ধশতাধিক কর্মচারী। মহান মে দিবসে তাদের নিরাপদ আবাসন ও ন্যূনতম মজুরির দাবি।
০২:৩০ পিএম, ১ মে ২০২৫ বৃহস্পতিবার