Apan Desh | আপন দেশ

রাবি মেডিকেল সেন্টারে চেয়ার দিল ইবনে সিনা ট্রাস্ট

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৯, ২০ মে ২০২৫

আপডেট: ১৬:২৯, ২০ মে ২০২৫

রাবি মেডিকেল সেন্টারে চেয়ার দিল ইবনে সিনা ট্রাস্ট

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিতে আসা শিক্ষার্থীদের জন্য ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে বসার চেয়ার প্রদান করা হয়েছে। এর আওতায় ৩ আসন বিশিষ্ট ১৩ সেট চেয়ার প্রদান করা হয়েছে। যার মাধ্যমে একসঙ্গে বসতে পারবেন ৩৯ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (২০ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে মেডিকেল সেন্টারের কাছে এসব চেয়ার হস্তান্তর করেন ইবনে সিনা ট্রাস্টের প্রতিনিধি দল।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের পরিচালক ডা. মাফরুহা সিদ্দীকা লিপি বলেন, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রতিদিন অনেক শিক্ষার্থী সেবা নিতে আসে। এখানে শিক্ষার্থীদের বসার জায়গার সংকট ছিল। এখন এ চেয়ারগুলো বসানোর মাধ্যমে শিক্ষার্থীরা অপেক্ষার সময় আরামদায়ক ভাবে বসতে পারবে। আমরা ইবনে সিনা ট্রাস্টকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি ভবিষ্যতেও তারা এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

ইবনে সিনা রাজশাহী শাখার ইনচার্জ সায়েদুর রহমান সাঈদ বলেন, ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে আমরা অনেক করপোরেট কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের বসার সুবিধার্থে ৩৯টি চেয়ার প্রদান করা হয়।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসার জন্য যেকোনো সহায়তা দরকার হলে ইবনে সিনা ট্রাস্ট সহায়তা করবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দিতে এখনও বিভিন্ন জিনিসের সংকট রয়েছে তার মধ্যে শিক্ষার্থীদের বসার জন্য চেয়ার সংকট অন্যতম। তবে আমরা মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করার চেষ্টা করছি। আমাদের আহবানে ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে ৩ সিট বিশিষ্ট ৩৯ জন বসার জন্য চেয়ার সরবরাহ করেছেন তারা। তাদের এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পনা রয়েছে। সে পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মো. ফরিদ উদ্দীন খান, প্রক্টর মাহবুবুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ, জনসংযোগ দফতরের প্রশাসক ড. আখতার হোসেন মজুমদার ও ইবনে সিনা মেডিকেলের মার্কেটিং ইনচার্জ গাউসুল আজম রায়হান, কর্পোরেট উইংয়ের ইনচার্জ মাসুদ রানা, শামীম ফেরদৌস,বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক ও কর্মচারী।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়