ছবি : সংগৃহীত
সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিলেন। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তৎকালীন মন্ত্রী পরিষদে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় বিএনপি গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি-তে যোগদান করেন তিনি।
তথ্যটি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।
যোগদান প্রসঙ্গে আবু সাঈদ আপন দেশ ডটকমকে বলেন, সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে তিনি বিএনপিতে যোগদান করলেন।
আওয়ামী লীগের সাবেক এ নেতা আসন্ন নির্বাচনে পাবনা-১ (সাথিয়া-ভেড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ওই আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নজিবুর রহমান।
আসন নিয়ে সমঝোতা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আবু সাঈদ বলেন, এ সিদ্ধান্ত নিবে দল।
আরও পড়ুন<<>>৩০০ আসনে নির্বাচন, রাতে ব্যালট পেপার ছাপা শুরু
উল্লেখ্য, আওয়ামী লীগ আমলের সাবেক এ তথ্য প্রতিমন্ত্রী ১/১১’র পর আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতি থেকে ছিটকে পড়েন। যিনি দলটির সাবেক এ তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্বেও ছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে শামসুল হক টুকুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি।
আবু সাইয়িদ ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ছিলেন। ১৯৭২ সালে গঠিত ৩৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন তিনি। ১৯৭৫ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক পাবনা জেলার গভর্নর নিযুক্ত হন। তিনি সামরিক শাসকের একজন কঠোর সমালোচক ছিলেন।
আপন দেশ/ এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































