Apan Desh | আপন দেশ

ভোলা-২ আসনে ছাতা প্রতীক পেল এলডিপি নেতৃত্বাধীন ১০ দলীয় জোট

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৬, ২১ জানুয়ারি ২০২৬

ভোলা-২ আসনে ছাতা প্রতীক পেল এলডিপি নেতৃত্বাধীন ১০ দলীয় জোট

ছবি: আপন দেশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-২ আসনে বাংলাদেশ এলডিপি নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরীর অনুকূলে দলীয় প্রতীক ছাতা বরাদ্দ দেয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) জেলা প্রশাসক সম্মেলনের অংশ হিসেবে ভোলা জেলা প্রশাসক মহোদয়ের হাত থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক গ্রহণ করেন বাংলাদেশ এলডিপির সভাপতি ও ১০ দলীয় জোটের সমন্বয়ক বশির আহমেদ। এ সময় ভোলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

প্রতীক গ্রহণকালে বশির আহমেদ বলেন, ছাতা প্রতীক শুধু একটি নির্বাচনী চিহ্ন নয়—এটি ন্যায়, ইনসাফ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। আমরা বিশ্বাস করি, ভোলা-২ আসনের সচেতন জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবেন। 

আরও পড়ুন<<>>কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

তিনি আরও বলেন, ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করবে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়ন, সুশাসন ও জনঅধিকার প্রতিষ্ঠার বার্তা পৌঁছে দেয়াই জোটের মূল লক্ষ্য।

প্রতীক ঘোষণার পরপরই ভোলা-২ আসনে জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এলাকাজুড়ে শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা, যা নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়