Apan Desh | আপন দেশ

একটি দল পেশিশক্তির প্রভাব দেখানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৭, ২৮ জানুয়ারি ২০২৬

একটি দল পেশিশক্তির প্রভাব দেখানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত

সারাদেশে ১১ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি দল পেশিশক্তির প্রভাব দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহবায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্যপ্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, গত দুই দিন আমাদের প্রার্থীর ওপর তারা হামলা করেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসবে তারা এটা আরও বাড়াবে।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১১ আসনের বাড্ডার-গোদারাঘাটে প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, পরিকল্পিতভাবে তারা প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। এ জন্য তারা হামলা ও হুমকি দিয়ে যাচ্ছে। আমাদের দুই প্রার্থীর ওপর হামলা করলো, এমনকি আমাদের নারী কর্মীদের ওপরও তারা হামলা করতে ছাড়ছে না।

তিনি বলেন, এ বিষয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে জানিয়েছি। দৃশ্যমান ব্যবস্থা কিছু আমরা লক্ষ্য করিনি। 

আরও পড়ুন<<>>এবারের নির্বাচনের প্রস্তুতি অনেক ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

এনসিপির আহবায়ক বলেন, মানুষকে ভয়ভীতি দেখিয়ে আগের মতো আর দমিয়ে রাখা যাবে না। মানুষ চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে রায় দেবে।

নাহিদ ইসলাম বলেন, ব্যালট বাক্স ছিনতাই করবেন কিংবা কেন্দ্র দখল করবেন এটা মাথা থেকে বের করে দেন। মানুষ এখন অনেক সজাগ ও সচেতন। মনে তারা যদি আবারও গণতন্ত্রবিরোধী কোনও কার্যক্রম করতে চেষ্টা করে তবে সমুচিত জবাব দেয়ারও হুঁশিয়ারি দেন তিনি। 

এসময় তার সঙ্গে জামায়াত ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়