Apan Desh | আপন দেশ

কেশবপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫২, ২৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৫৪, ২৮ জানুয়ারি ২০২৬

কেশবপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  

ছবি: আপন দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৮শে জানুয়ারি) বিকেলে কেশবপুর উপজেলার ১নং ত্রিমোহিনী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়। 

ত্রিমোহিনী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আশরাফুল আলমের সভাপতিত্বে ও ত্রিমোহিনী ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আবু সাইদ মো. ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্যের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলী। 

আরও পড়ুন<<>>ভাইরাল সেই ভিডিওর ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি

প্রধান অতিথি তার বক্তব্যে জনসভায় উপস্থিত সকল নেতাকর্মী এবং সাধারণ জনতাকে ধন্যবাদ জানান। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার আহবান জানান। 

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদের সদস্য মাওলানা মো. আব্দুস সামাদ,এন সি পি কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. সম্রাট হোসেন, পেশাজীবি বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি অ্যাড ওজিয়ার রহমান,উপজেলা কর্ম পরিষদের সদস্য আলফাজুর রহমান, জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সমাজ কল্যাণ ও প্রচার সম্পাদক কৃষিবিদ প্রভাষক তাজামুল ইসলাম, কেশবপুর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল খালেক প্রমুখ। এ সময় অত্র ইউনিয়ন জামায়াত ইসলামী ও উপজেলা জামায়াত ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়