 
										ছবি : আপন দেশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলে অন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী উৎসব শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাকৃবি উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
রোববার (০৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠানে হল প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও তাপসী রাবেয়া হলের শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থী আমাদের সন্তান। কর্মজীবনে যেখানেই যাও, বিশ্ববিদ্যালয় তোমাদের শিকড়। এ দিনগুলো সবসময় স্মৃতির পাতায় গেঁথে থাকবে।
তিনি আরও বলেন, আগামী কিছু দিনের মধ্যে স্নাতকোত্তর যারা শেষ করেছেন, তাদের হল ছাড়তে হবে। ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীরা আসবে আর সিনিয়ররা চলে যাবে। এটাই প্রকৃতির নিয়ম।
হলের স্নাতকোত্তর শিক্ষার্থী নওশীন তাবাসসুম বলেন, আমাদের হলে এটি সম্পূর্ণ নতুন একটি উৎসব। প্রভোস্ট ম্যাডামকে ধন্যবাদ এমন অসাধারণ আয়োজনের জন্য। অনুষ্ঠানটি সফল করার জন্য যারা কাজ করেছেন, তাদের অনেক ধন্যবাদ।
পিঠা উৎসব নিয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী জানান, আমাদের গ্রামবাংলার শীতের ঐতিহ্য পিঠা উৎসবের আয়োজন করতে পেরে আমি খুবই আনন্দিত। মেয়েরাও পিঠা উৎসব আনন্দে উদযাপন করেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকায় মাননীয় ভিসি স্যারকে অনেক ধন্যবাদ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































