 
										ছবি: সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলনকারীরা অবস্থান করছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সন্ধ্যা ৭টায় তাদের সঙ্গে যুক্ত হয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। প্রথমে তারা নিজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। পরে তারা মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে যায়।
এ সময় তারা ‘কোটা না মেধা, মেধা মেধা, নেমেছে রে নেমেছে বুয়েট মাঠে নেমেছে, কে রাজাকারকে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না— ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
আরও পড়ুন<> কোটা সংস্কার আন্দোলন: দিনভর সংঘর্ষে নিহত ৬
শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী তার নিজের স্থানে থেকে এভাবে বলতে পারেন না। আমরা তার এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, প্রধানমন্ত্রীকে এমন বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা চুপ করে থাকবে না।
বুয়েটের এক শিক্ষার্থী বলেন, আমাদের ভাইদের খুন করা হয়েছে। অনেক ভাইদের গুলি করা হচ্ছে। শত শত ভাই আহত হয়েছে। আমরা প্রশাসনের কাছে এর জবাব চাই। আমরা এর প্রতিশোধ চাই। আমরা প্রতিশোধ নেয়ার আগ পর্যন্ত থামব না। আমাদের অধিকার আদায় করে ছাড়ব।
আপন দেশ/কেএইচ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































