ছবি: আপন দেশ
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলা শহরের সবুজ পাড়াস্থ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দিয়ে সাগর সুপার মার্কেট হয়ে জাহাজ ঘর মোড় ঘুরে পার্টি অফিসের সামনে এসে সমবেত হয়।
আরও পড়ুন<<>>কুড়িগ্রামে স্টেকহোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
এতে উপস্থিত ছিলেন, এবি পার্টি রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক ডা. নজরুল ইসলাম খাঁন, জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজর আলী হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব একরাম আলী, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা সদস্য আমিনুল ইসলাম, সদর উপজেলা আহবায়ক শফিকুল ইসলাম লিটন, চিলমারী উপজেলা আহবায়ক সাজ্জাদ হোসেন, পৌর আহবায়ক রেজাউল করিম সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা।
মিছিলে নেতাকর্মীরা স্লোগান ধরেন, ব্যারিস্টার ফুয়াদের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই! সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও! চাঁদাবাজদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও! ফ্যাসিস্ট গেছে যে পথে, চাঁদাবাজরা যাবে সেই পথে! চাঁদাবাজরা দেখে যা, রাজপথে তোর বাবারা!
বিক্ষোভ মিছিল শেষে এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক ডা. নজরুল ইসলাম খাঁন বলেন, বরিশালের বীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের উপর সন্ত্রাসী ও চাঁদাবাজদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা এদেশ থেকে পালিয়ে গেলেও নব্য ফ্যাসিস্টদের উত্থান হয়েছে। তারা এদেশে সন্ত্রাস ও চাঁদাবাজদের রাজ্য তৈরীর চেষ্টা করছে।
আমরা সে সব ফ্যাসিস্টদেরকেও এ দেশ থেকে বিতাড়িত করব। বাংলাদেশের মাটি সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঘাটি হবে না।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।


































