ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে মানুষের খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার পর টঙ্গী রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত কার্টুনে পলিথিন মোড়ানো অবস্থায় খণ্ডিত অংশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, তুরাগ নদের পাড়ে রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় পরিত্যক্ত একটি কার্টনের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি মানব দেহের খণ্ডিত অংশ (পা) দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খণ্ডিত পা উদ্ধার করে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশকে বুঝিয়ে দেয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিকে হত্যা করে তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করা হয়। যার একটি অংশ কে বা কারা এ এলাকায় ফেলে গেছে।
আরও পড়ুন : বাথরুমে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, খণ্ডিত পাটি কীভাবে এই এলাকায় এলো, তা খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে খণ্ডিত অংশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হবে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































