Apan Desh | আপন দেশ

মাদ্রসা ছাত্রকে বলাৎকার, শিক্ষক আটক

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশিত: ১১:১১, ১০ নভেম্বর ২০২৫

মাদ্রসা ছাত্রকে বলাৎকার, শিক্ষক আটক

ছবি : আপন দেশ

পঞ্চগড়ের বোদায় এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক দেলোয়ার হোসেনকে (২৩) আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে বোদা থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বোদা পৌর সদরের ইসলামবাগ সিদ্দিকীয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন প্রায় ৩ মাস ধরে ওই ছাত্রকে বলাৎকার করে আসছেন। তাকে ভয়ভীতি দেখিয়ে ও প্রাণে শেষ করার হুমকি দিয়ে বিষয়টি প্রকাশ না করার হুমকি দেয়। কয়েকদিন আগে মাদ্রাসার আবাসিক ভবনের নিজ কক্ষে ডেকে নিয়ে অন্য এক ছাত্রকে বলাৎকার করে ওই শিক্ষক।

আরও পড়ুন<<>>ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

পরে ওই ছাত্র বিষয়টি পরিবারের কাছে জানালে রোববার (০৯ নভেম্বর) রাতে অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ শিক্ষক দেলেয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। 

আটককৃত দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামের মৃত মনছুর আলীর পুত্র। সে ১ বছর যাবত ওই মাদ্রাসায় নাজেরা বিভাগে শিক্ষকতা করছেন।

বোদা থানার ওসি মো. আজিম উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ওই শিক্ষককের বিরুদ্ধে থানায় মামলা করেন। অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়