Apan Desh | আপন দেশ

সারের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৬, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সারের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

ছবি: আপন দেশ

চলতি আমন মৌসুমে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকদের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছে। এর প্রতিবাদে জেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের শাপলা চত্বরে ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কৃষকসহ গণ্যমান্য বক্তিরা অংশ নেয়।

সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম জুয়েল, কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মো. মন্তাজ আলী, সদস্য সচিব রেজাউল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. মোর্শেদ আলম, ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার মো. ফারুক হোসেন।

আরওপড়ুন<<>>বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও, উচ্চ আদালতে রিট

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রফিকুল ইসলাম। মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- মামুনুর রশীদ মামুন, এনাম রাজু।

বক্তারা বলেন, সার ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে তাদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি মূল্যে সার বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনতিবিলম্বে জরুরি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।

এ সময় 'জাগো কৃষক, সংঘবদ্ধ হও' এ স্লোগানে সকল কৃষককে এক হওয়ার আহবান জানানো হয়। পরে তিন দফা দাবি আদায়ে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি  দেয় 'রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন' এর নেতৃবৃন্দ।

৩ দফা দাবি হলো- জেলায় ডিলার সংখ্যা বাড়ানো, কালোবাজারী নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভেঙে দিতে হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়