
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকা রেঞ্জের ডিআইজি
ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক বলেছেন, যারা ফ্যাসিস্ট তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছি।
ফরিদুপরের ভাঙ্গা থানা কমপ্লেক্সে এক প্রেস ব্রিফিংয়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এসব কথা বলেন তিনি।
এর আগে ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবিতে ভাঙ্গা উপজেলা পরিষদ, ইউএনও অফিসসহ অন্তত ২০টি অফিস ও দুটি থানায় হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত অফিস-আদালত পরিদর্শন করেন রেজাউল করিম মল্লিক।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা রেঞ্জের ডিআইজি বলেন, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা সব ব্যবস্থা নেব। যেহেতু আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছি, সেক্ষেত্রে আমরা যে পরিস্থিতির সম্মুখীন এখানকার যারা নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি।
আরওপড়ুন<<>>আসন পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় তৃতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
তারা ঘটনা সম্পর্কে আমাকে অবগত করেছেন, আমি তাদের নির্দেশ দিয়েছি আইনশৃঙ্খলা রক্ষার জন্য যা যা করার সবকিছুর বিষয়ে ব্যবস্থা নেয়ার।
ক্ষতিগ্রস্ত অফিসগুলো পরিদর্শন শেষে ভাঙ্গা উপজেলার অফিসারদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, জেলা পুলিশ সুপার এম এ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন প্রমুখ।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।