Apan Desh | আপন দেশ

আসন পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় তৃতীয় দিনের মতো চলছে বিক্ষোভ 

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৩, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:২১, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আসন পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় তৃতীয় দিনের মতো চলছে বিক্ষোভ 

ছবি: আপন দেশ

ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। এদিন সড়ক ও রেলপথ একঘণ্টা অবরোধের পর সড়কের পাশে বিক্ষোভে অংশ নিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদী ইউনিয়নের আশপাশে ঢাকা–বরিশাল মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন বিক্ষোভকারীরা। এতে ঢাকা-খুলনা ও ঢাক-বরিশালগামী যান সাময়িকভাবে চলাচল ব্যাহত হয়।

স্থানীয়দের অভিযোগ, দুটি ইউনিয়নকে ভাগ করে অন্য আসনে যুক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু তারা চান ইউনিয়ন দুটি আগের আসনের সঙ্গেই থাকুক।

আরওপড়ুন<<>>শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

বিক্ষোভকারীরা বলেন, এটি আমাদের ন্যায্য দাবি। দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, কিন্তু কোনো ফল পাইনি। কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না। এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) ও সোমবারও (১৫ সেপ্টেম্বর) হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন।

তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এর ফলে ফরিদপুর–ভাঙ্গা অঞ্চলে এখনও টানটান উত্তেজনা বিরাজ করছে। অবরোধ চলাকালে কিছু এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। উত্তেজনা ছড়িয়ে পড়ে সিদ্দিকি নামে এক ব্যক্তিকে গ্রেফতারের পর। এরপর থেকে জনতা আরও ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়