Apan Desh | আপন দেশ

চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৫, ১৬ জুলাই ২০২৫

চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে এক পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এক যুবক চুরি করতে ওই পুলিশ সদস্যের ভাড়া বাসায় ঢোকার পর রামদা দেখিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। 

মঙ্গলবার (১৫ জুলাই) অজ্ঞাতপরিচয়য়ের ওই যুবককে আসামি করে চকরিয়া থানায় মামলাটি হয়েছে। ঘটনার সময় ওই পুলিশ সদস্য কর্মস্থলে ছিলেন। বাসাটিতে দুই শিশুসন্তান নিয়ে তার স্ত্রী ছিলেন। ধর্ষণের পাশাপাশি অজ্ঞাত ওই যুবক দুটি মুঠোফোন ও আড়াই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) ভোররাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় ঘটে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগীর স্বামী পুলিশ সদস্যের করা মামলার এজাহারের বরাত দিয়ে চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ওই রাতে আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাতনামা যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট। ঢুকেই তিনি ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে।

এ সময় ঘরে থাকা তার ছোট দুটি শিশুসন্তান আতঙ্কে কাঁদতে থাকে। দুর্বৃত্ত চলে যাওয়ার পর কান্নাকাটি শুনে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা ছুটে আসে। পরে রাতেই ওই নারীর স্বামী থানায় যান। পরদিন সকালে চকরিয়া থানায় নারী নির্যাতন, ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন।

ওসি আরও জানান, পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণসহ একাধিক অভিযোগে মামলা নেয়া হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়