
ছবি: আপন দেশ
কুড়িগ্রাম সদর উপজেলায় শিশুর প্রতি সহিংসতা বন্ধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিসহ অভিভাবকদের সঙ্গে আলোচনা সভা হয়েছে।
জেলা শহরের খলিলগঞ্জ এলাকার অভিনন্দন কনভেনশন সেন্টারে মঙ্গলবার (২১ মে) এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রামের আয়োজন করে।
আরওপড়ুন<<>>নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিলের দাবি
এতে সদর উপজেলার মোগলবাসা, বেলগাছা, হলোখানা, ভোগডাঙ্গা, পাঁচগাছি, যাত্রাপুর, ঘোগাদহ, কাঁঠালবাড়ীসহ পৌরসভা এলাকার বাসিন্দারা অংশ নেন।
এতে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার মারিও মার্ডি, স্পনসরশিপ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন অফিসার মনি দিও ও এপি ম্যানেজার প্রেরণা চিসিম।
সভায় শিশু নির্যাতন, বাল্যবিয়ে প্রতিরোধ, শিশু শ্রম, শিশুদের পুষ্টি বিকাশ, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা বিষয়ে আলোচনা করা হয়। এতে অংশগ্রহণকারীদের শিশুর প্রতি সহিংসতা বন্ধ ও সুরক্ষা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।