
ছবি: আপন দেশ
পটুয়াখালীর দুমকিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পায়রা সেতুর টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে দুইজন ভুয়া র্যাব সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করে দুমকি থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি খেলনা পিস্তল, র্যাবের পোশাক, ওকিটকি, হ্যান্ডকাফ ও ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
আরওপড়ুন<<>>বিএনপি নেতার কারখানায় ডাকাতি, গ্রেফতার ৭
আটককৃতরা হলেন, বাউফল উপজেলার গুলবাগ এলাকার বারেক দুয়ারীর ছেলে আলামিন ওরফে দিপু। অন্যজন মাদারীপুরের কালকিনি উপজেলার লাল মিয়ার ছেলে ইলিয়াস সিকদার।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ একটি প্রাইভেটকারকে সন্দেহ হলে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতর থেকে আটককৃতরা নিজেদের র্যাব পরিচয় দিয়ে বাকবিতন্ডায় জড়ায়। এক পর্যায়ে গাড়িটি চলে গেলে ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয় তারা র্যাবের ভুয়া সদস্য।
ধারণা করা হচ্ছে, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।