Apan Desh | আপন দেশ

বিএনপি নেতার কারখানায় ডাকাতি, গ্রেফতার ৭

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৮, ১৪ মে ২০২৫

আপডেট: ১৬:১৯, ১৪ মে ২০২৫

বিএনপি নেতার কারখানায় ডাকাতি, গ্রেফতার ৭

ছবি: আপন দেশ

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনামের কারখানায় ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) দুপুরে নিজ কার্যালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (১৩ মে) রাতে রাজধানীর সাভারসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

আরওপড়ুন<<>>বিএনপি নেতাকর্মীদের পেটালো আ.লীগ কর্মীরা

গ্রেফতারকৃতরা হলেন, মো. মামুন মেকার, মো. মাসুদ, সুরুজ আলী, মো. নাঈম, রাসেল, পিকআপ চালক কাজল ও রাশেদুল ইসলাম। তাদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, গত ০৫ মে মধুপুরের মহিষমারা গ্রামে বিএনপি নেতা ফকির মাহবুব আনাম স্বপনের খামারবাড়িসংলগ্ন স্বপনের আনাম গ্রীণ ফুয়েল এনার্জি রিসোর্স কারখানায় ডাকাতি হয়। কারাখানা থেকে ২৫০ কেবি সাব-স্টেশনের ট্রান্সফরমারসহ বিভিন্ন সরাঞ্জাম, তার, ব্যাটারি, এবো মিটারসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে ডাকাত দল।

এ ঘটনায় মামলা হলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা ও আশেপাশের এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে পুলিশ। এ সময় পিকআপসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়