Apan Desh | আপন দেশ

রাঙ্গামাটিতে উদ্‌যাপিত হচ্ছে বড়দিন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫০, ২৫ ডিসেম্বর ২০২৪

রাঙ্গামাটিতে উদ্‌যাপিত হচ্ছে বড়দিন

ছবি: আপন দেশ

রাঙামাটিতে আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বড়দিন উদ্‌যাপন করছে। বুধবার (২৫ ডিসেম্বর) জেলার সবচেয়ে পুরোনো চার্চ কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সংঘের আয়োজনে বড়দিন পালন করা হয়েছে।

এদিন চার্চে  খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন সমবেত হয়ে প্রার্থনা এবং খ্রিষ্ট সঙ্গীত পরিবেশন করেন। চার্চের পালক রেভারেন্ট দিলিপ সরকার সমবেত প্রার্থনা পরিচালনা করেন। পরে কেক কেটে বড়দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ভূঁইয়া।

এ সময় রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খিসা, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, ৪১ বিজিবি'র মেডিকেল অফিসার মেজর এস এম আশিকুজ্জামান, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা, কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। 

সমবেত প্রার্থনায় দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়