Apan Desh | আপন দেশ

কুয়াশার চাদরে ঢাকা চারিদিক, তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫২, ১৬ নভেম্বর ২০২৪

কুয়াশার চাদরে ঢাকা চারিদিক, তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে

ফাইল ছবি

কার্তিক মাসের শুরু থেকে শীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরবঙ্গের কয়েক জেলায়। শীত সেরকম না পড়লেও ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারিদিক।

শনিবার (১৬ নভেম্বর) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯ টায় বাতাসের আদ্রতা ছিল শতকরা ৯৪। বাতাসের গতিবেগ ছিল উত্তর দিক থেকে ঘন্টায় ২ কিলোমিটার। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ সেলসিয়াস।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অফিস কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, শনিবার সকাল ৯ টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল উত্তর দিক থেকে ঘণ্টায় ২ কিলোমিটার। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা বলছেন, কয়েকদিন থেকেই হালকা হালকা শীত অনুভব হচ্ছে। গত কয়েকদিন থেকে আজ সকালে কুয়াশায় চারপাশ ঢেকে গেছে। বেশিদূর দেখা যাচ্ছে না। তবে ঠান্ডা নেই সেভাবে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়