‘জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না’
একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে- জামায়াত সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন ও অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখেনি। তোমরা নতুন দল, রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহু দূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, সারাদেশের মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত আছেন। জামায়াতে ইসলামী গুম, খুন, লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়। আমরা চাই, রাষ্ট্রের বিচার, প্রশাসনিক বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সকল বিভাগ সংস্কার করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে। এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম না করতে পারে। এজন্য আমরা কয়েকটি দল একত্রিত হয়ে এখনও আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি।
০৭:৪৯ পিএম, ২০ অক্টোবর ২০২৫ সোমবার