Apan Desh | আপন দেশ

আবহাওয়া বার্তায় তাপমাত্রা বাড়ার আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৩, ২৫ অক্টোবর ২০২৫

আবহাওয়া বার্তায় তাপমাত্রা বাড়ার আভাস

ফাইল ছবি

গ্রীষ্ম-বর্ষা বিদায় নিলেও এখনও দাপট দেখাচ্ছে গরম। ভরা কার্তিকের সকালে কিছুটা স্বস্তি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে অস্বস্তি বাড়তে পারে। এটি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

শনিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, শনিবারও তা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে অধিদফতর। ফলে শুক্রবারের মতো শনিবারও গরম অনুভূত হতে পারে।

আরও পড়ুন<<>>বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি আভাস

পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। এদিন সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে এবং রোববার (২৬ অক্টোবর) সূর্যোদয় হবে ভোর ৫টা ১ মিনিটে।

অন্যদিকে, শুক্রবার আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হতে পারে। যার প্রভাবে আজ চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়