
ছবি: আপন দেশ
চট্টগ্রামের পটিয়ায় জমি বিরোধ নিয়ে খুন হন বৃদ্ধ নুরুল হক। ওই ঘটনায় আসামিদের গ্রেফতার না করে তাদের সঙ্গে বাদীর পরিবারকে সমঝোতা করার প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আসামি গ্রেফতার না করে উল্টো কয়েক দিন ধরে বাদীর পরিবারের লোকজনের কাছে গিয়ে এবং পটিয়া থানায় ডেকে সমঝোতা করার প্রস্তাব দেয়া হচ্ছে।
শনিবার (০২ আগস্ট) পটিয়া সদরে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন ডেকে এ অভিযোগ করেন নুরুল হকের স্ত্রী ছেমন নাহার।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মামলায় ১৪ আসামির মধ্যে মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে। কয়েক জন আসামি উচ্চ আদালত থেকে কয়েক সপ্তাহের জামিন নিয়েছেন। আরও কয়েকজন এখনও জামিন নেননি। পুলিশ এসব আসামিকে গ্রেফতার না করে তাদের সঙ্গে সমঝোতা করতে বলেছে। শুধু তাই নয়, সমঝোতা করা না হলে দেখে নেয়ার হুমকি দেওয়া হচ্ছে পরিবারটিকে। এ কারণে নিহতের পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
নিহত নুরুল হকের ছেলে জামাল উদ্দিন ও স্ত্রী ছেমন নাহার সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন।
আরওপড়ুন<<>>‘ইসলাম বিরোধীরা স্বাধীনতার দুশমন’
লিখিত বক্তব্যে জামাল উদ্দিন বলেন, গত ৩০ মে বেলা সাড়ে ১১টার দিকে জুমার নামাজ পড়তে ঘর থেকে বের হলে পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষ কাউসারুল হক বাপ্পার নেতৃত্বে তার বাবার ওপর হামলা চালানো হয়। লোহার রড, দা ও গাছের বাটাম দিয়ে আঘাত করে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। হামলায় নিহতের ছেলে, ভাই, স্ত্রী, চাচা-চাচি এবং ৯০ বছরের বৃদ্ধা মা গুরুতর আহত হন।
ঘটনার পর পটিয়া থানায় ১৪ জনের নামে মামলা করা হয়। এলাকাবাসী সেলিম নামের একজনকে আটক করে পুলিশের দেয়। পুলিশ বাকি আসামিদের এখনও গ্রেফতার করেনি। প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কিন্তু কোনো আশ্বাস বাস্তবে রূপ নেয়নি। খুনিরা এখনও এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
খুনিদের দ্রুত গ্রেফতার, পরিবারের নিরাপত্তা নিশ্চিত, সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ প্রশাসন, র্যাব, জেলা প্রশাসক এবং চট্টগ্রামের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহবান জানান জামাল উদ্দিন।
এদিকে, বাদীপক্ষকে সমঝোতার প্রস্তাব দেয়ার অভিযোগের সত্যতা স্বীকার করে পটিয়া থানার এসআই মোহাম্মদ ইমরুল জানিয়েছেন, আসামিপক্ষ বাদীপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করেছে। এ কারণে বাদীপক্ষকে সমঝোতার কথা বলা হয়েছে। কিন্তু বাদীপক্ষ তাতে সাড়া দেয়নি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।