Apan Desh | আপন দেশ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার শুরুর আদেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৪০, ১৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:১৮, ১৪ জানুয়ারি ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার শুরুর আদেশ

ছবি : আপন দেশ

শতাধিক গুম-খুনের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে। বুধবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেযন। আগামী ৮ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

এ বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, যারা অপরাধী ও অপরাধ করছে তাদের পেছনে ছুটছি, কোনো বাহিনীর পেছনে নয়।

আরও পড়ুন<<>>আটকের পর বিএনপি নেতার মৃত্যু, সব সেনা সদস্যকে প্রত্যাহার

তিনি বলেন, গুম কমিশনের রিপোর্ট এ আদালতে দাখিল করা হবে। প্রমাণ করার জন্য যত ম্যাটেরিয়াল আছে তা দিয়ে জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার চেষ্টা থাকবে।
 
এর আগে গত ১৭ ডিসেম্বর এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর, তা উপস্থাপন করে তিনটি অভিযোগ আমলে নেয়ার আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরবর্তীতে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আদেশ দেন।
 
আর ট্রাইব্যুনাল-২ এ, আজ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোসহ ৭জন হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
 
এর আগে গত রোববার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এছাড়া, আবু সাঈদ হত্যা মামলারও এদিন যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণ হতে পারে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়