Apan Desh | আপন দেশ

পরকীয়া সন্দেহে স্বামীর হাতে খুন হলেন স্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৬, ১৮ আগস্ট ২০২৫

আপডেট: ২২:৫৭, ১৮ আগস্ট ২০২৫

পরকীয়া সন্দেহে স্বামীর হাতে খুন হলেন স্ত্রী

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নে পরকীয়া সন্দেহে স্বামীর হাতে খুন হলেন রোজিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পর পালিয়েছে ঘাতক স্বামী আব্দুল লতিফ (৪৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পরকীয়া সন্দেহে স্ত্রীর সঙ্গে কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না আব্দুল লতিফের। এক সপ্তাহ আগে তাদের মধ্যে ঝগড়া হলে রোজিনা বাবার বাড়িতে চলে যান। রোববার (১৭ আগস্ট) আপোস মীমাংসার মাধ্যমে লতিফ স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসে।

আরওপড়ুন<<>>জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি

পরে সোমবার দুই সন্তান স্কুলে গেলে লতিফ বসতঘরে শুয়ে থাকা স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়