Apan Desh | আপন দেশ

মা-বাবারে খুন করে খাটের নীচে পুঁতে রাখে ছেলে

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৫, ৯ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:১২, ৯ অক্টোবর ২০২৫

মা-বাবারে খুন করে খাটের নীচে পুঁতে রাখে ছেলে

ছবি: আপন দেশ

বাবা-মাকে হত্যা করে শয়নকক্ষের খাটের নিচে পুতে রাখে ছেলে। বুধবার (০৮ অক্টোবর) রাতে ময়মনসিংহের ত্রিশালের বৈলর ইউনিয়নের বাঁশকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন মোহাম্মদ আলী (৭০) ও বানুয়ার বেগম (৬০)। আটক ছেলের নাম রিয়াদ হোসেন রাজুকে (৩০)।

পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অনলাইন জুয়ায় আসক্ত ছেলে বুধবার বেলা ১১টার দিকে নিজ ঘরে প্রথমে মা বানোয়ারাকে শ্বাসরোধে হত্যা করে ঘরে পুতে রাখে। পরে রাতে বাবা মোহাম্মদকে হত্যা করে একই ঘরে মাটিচাপা দেয়।

বৃহস্পতিবার সকালে নিহতের মেয়ে মোছা. জরিনা বেগম তার ভাইকে (হত্যাকারী) ফোনে কল দিয়ে বাবা-মার খোঁজ-খবর নিতে তাদের সঙ্গে কথা বলতে চায়। এ সময় ভাইয়ের কথাগুলো অসংলগ্ন মনে হলে বৃহস্পতিবার দুপুরের দিকে তারা বাড়িতে আসে।
জরিনা বেগম বলেন, বাড়ি এসে ঘরের ভেতরের আসবাবপত্র এলোমেলো দেখে। খাটের ওপরে থাকা সবকিছু ভেজা কেন জানতে চাইলে রাজু জানায় পানি পড়েছে বিছানায়। পরে ঘরে থাকা ট্রাংকের নিচে রক্ত ও বালুমাখা জিনিস দেখে সন্দেহ আরও গভীর হয়। একপর্যায়ে ট্রাংকের নিচের বালু সরালে মা-বাবার হাত দেখা যায়।

এ সময় জরিনা বেগমের চিৎকারে আশপাশের লোকজন এসে রাজুকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ বলেন, ছেলে রিয়াদকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অধিকতর তদন্ত চলছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়