Apan Desh | আপন দেশ

‘গুমের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী, তার বিচার অবশ্যই হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৬, ২২ আগস্ট ২০২৫

‘গুমের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী, তার বিচার অবশ্যই হবে’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

গুম-হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী প্রমাণিত হয়েছে। তাই এ দেশের মাটিতে তার বিচার অবশ্যই হতেই হবে। এমনকি সর্বোচ্চ শাস্তিও হতে হবে। বলেছেন, বিএনপির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মায়ের ডাকের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গুম-খুনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরক খুঁজে বের করে আনার চেষ্টা করবে বিএনপি। মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার করা হবে। আর এর সঙ্গে সরাসরি জড়িত স্বৈরাচার শেখ হাসিনা।

আরওপড়ুন<<>>‘কিছু রাজনৈতিক দলের আচরণে স্বৈরাচারী প্রবণতা দেখা যাচ্ছে’

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে বলতে চাই, যতদিন পর্যন্ত আমরা তাদের শাস্তি দিতে না পারব, ততদিন আমরা ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে আছি।

বিএনপি মহাসিচব বলেন, আমাদের ১৭শ’নেতাকর্মীকে গুম করা হয়েছে। বাংলাদেশের প্রতিটি পরিবারের পাশে দাঁড়িয়েছি। তবে স্পষ্টভাবে বলতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

গুম-খুনের শিকার স্বজনদের কষ্টে ভেঙে পড়েন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সে দিনগুলোর কথা মনে পড়ে, আন্দোলনে নামা অনেকেই গুম হয়ে গেল। এক পরিবারের সাতজন পর্যন্তও গুম হলো। স্বজনহারা ছোট বাচ্চাদের দেখলে কষ্ট হয়। কারণ তাদের একসময় আরও ছোট অবস্থায় দেখেছিলাম।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়