Apan Desh | আপন দেশ

জামাইকে হত্যা করে সপরিবারে পালালো শ্বশুর

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৯, ২১ অক্টোবর ২০২৫

জামাইকে হত্যা করে সপরিবারে পালালো শ্বশুর

প্রতীকী ছবি

পটুয়াখালী সদর উপজেলায় জামাই খুন হয়েছেন। শ্বশুরের কোদালের আঘাতে জামাই নিহত হন। শ্বশুরের কাছে রাখা টাকা ও গহনা চাইতে গিয়ে এ ঘটনা ঘটে। 

সোমবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে ছোটবিঘাই ইউনিয়নের হরতকি বাড়িয়ার আঊরা পুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম অভিনাশ চন্দ্র দাস (২৮)। তিনি সদর উপজেলার লাউকা‌ঠি ইউনিয়নের ঢেউখালি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা ঘটনার বিষয়ে জানান, কিছুদিন আগে অভিনাশ তার ছোটবিঘাইয়ে শ্বশুরবাড়িতে কিছু টাকা ও স্বর্ণালংকার জমা রাখেন। সোমবার বিকেল ৫টার দিকে তিনি স্ত্রী মনিকা দাসকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। সেখানে তিনি সে টাকা ও গহনা ফেরত চান।

আরও পড়ুন>>>হাত-পা-মুখ বাঁধা অবস্থায় ছাত্রদল নেতা উদ্ধার

এ সময় শ্বশুর শান্তি দাস, শ্যালক হৃদয় দাস ও স্ত্রী মনিকা দাসের সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে শ্বশুর ও শ্যালক কোদাল দিয়ে অভিনাশের মাথায় আঘাত করে। তিনি ঘটনাস্থলেই মারা যান।

ছোটবিঘাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হাওলাদার জানান, শান্তি দাস প্রায়ই জামাইয়ের কাছ থেকে টাকা-পয়সা নিতেন। এ নিয়ে সোমবার রাতে জামাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কোদাল দিয়ে আঘাত করলে জামাই ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পরপরই শ্বশুর শান্তি দাস, শ্যালক হৃদয় দাস ও স্ত্রী মনিকা দাসসহ পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়