Apan Desh | আপন দেশ

মানসিক হাসপাতালে পাঠানোর আগেই মা-দাদিকে হত্যা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২০:০০, ১৩ জুন ২০২৫

মানসিক হাসপাতালে পাঠানোর আগেই মা-দাদিকে হত্যা

আল আমিন

পটুয়াখালীতে সৎমা সহিদা বেগম (৪৮) ও দাদি কুলসুম বিবিকে (১২৫) জবাই করেছে আল আমিন (২৭)। 

শুক্রবার (১৩ জুন) দুপুর ১টার দিকে সদরের চারাবুনিয়া গ্রামের ঘটনা এটি। ঘটনার পরপরই পালিয়ে গেছে ওই যুবক।  

অভিযুক্ত আলা আমিন চারাবুনিয়া গ্রামের আবদুর রাজ্জাক খানের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আল আমিন মানসিক সমস্যায় ভুগছিলেন। বেশ কয়েকদিন আগে তিনি নিখোঁজ হন। ৩ থেকে ৪ দিন আগে খুঁজে পেয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। আল আমিনকে পাবনা মানসিক হাসপাতালের পাঠানোর জন্য দুপুরে তার বড় ভাই পরিচয় পত্রের জন্য মহিলা ইউপি সদস্যের কাছে যান। আর তার বাবা সকালে কাজের উদ্দেশে অন্যত্র চলে যান। এ সুযোগে আল আমিন তার সৎমা ও দাদিকে ঘরে একা পেয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়ে যায়।

পটুয়াখালী সদর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আল আমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়