Apan Desh | আপন দেশ

‘হাদীর হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে আনা হবে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৫, ২ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:১৭, ২ জানুয়ারি ২০২৬

‘হাদীর হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে আনা হবে’

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদীর হত্যাকাণ্ডে জড়িতরা দেশের বাইরে পালিয়ে থাকলেও তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

তিনি বলেন, সরকার খুনিদের আটকের ব্যাপারে খুবই সিরিয়াস। দ্রুতই খুনি ও হত্যার পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনা হবে। এ হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, তাদের মুখোশ উন্মোচোন করা হবে। চলতি মাসের মাঝামাঝি সময়েই পুরো বিষয়টি জাতির সামনে তুলে ধরা হবে।

শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে ঝালকাঠির নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে ‘শহীদ শরীফ ওসমান বিন হাদি লঞ্চঘাট’ নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন নৌ উপদেষ্টা। 

আরও পড়ুন<<>>ফের শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ

নৌপরিবহন উপদেষ্টা বলেন, হাদীর নাম এখন আর বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, তার নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। পৃথিবী যতদিন থাকবে, বিপ্লবীদের নাম যতদিন স্মরণ করা হবে, ততদিন হাদীকেও মানুষ মনে রাখবে।

তিনি আরও বলেন, যেহেতু শহীদ হাদী নলছিটির সন্তান, তাই তার জন্মস্থানের লঞ্চঘাট তার নামে নামকরণ করা হয়েছে। এটি স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ছিল।

অনুষ্ঠান চলাকালীন নৌ উপদেষ্টার সামনেই হাদী হত্যার বিচারের দাবিতে ব্যানার হাতে বিক্ষোভ করেন তার সহকর্মী ও স্থানীয়রা।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শহীদ হাদীর বোন মাছুমা হাদী বলেন, হাদীর মাথায় গুলি চালানো মানে সমগ্র বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর গুলি চালানো হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে জনসম্মুখে বিচারের দাবি জানাই।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার ১৭ বছরের শাসনামলে শরীফ ওসমান হাদী ‘সীমান্ত শরিফ’ছদ্মনামে একটি ফেসবুক আইডি চালাতেন, যেখানে তিনি প্রতিবাদমূলক লেখা লিখতেন। তার লেখাগুলো থেকেই তার রাজনৈতিক অবস্থান বোঝা যায়।

হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়