Apan Desh | আপন দেশ

মোটরসাইকেল নিয়ে ঝগড়া, ভাইয়ের হাতে ভাই খুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৬, ৪ সেপ্টেম্বর ২০২৫

মোটরসাইকেল নিয়ে ঝগড়া, ভাইয়ের হাতে ভাই খুন

ছবি: আপন দেশ

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ে ঝগড়ার জেরে ছোট ভাইয়ের হাতে খুন হলেন বড় ভাই। এ ঘটনায় ছোট ভাই ডালিম চন্দ্র মজুমদারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৪ সেস্টেম্বর) দুপুরের দিকে হত্যা মামলায় ছোট ভাই অভিযুক্ত ডালিমকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুমোদ মজুমদারের বাড়ির পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।  

নিহত যুবকের নাম তপন চন্দ্র মজুমদার (৪২)। তিনি একই ইউনিয়নের চরবাটা গ্রামের মৃত ননী গোপাল মজুমদারের ছেলে। অপরদিকে, গ্রেফতার ডালিম চন্দ্র মজুমদার (৪০) একই গ্রামের ভবতোষের বাড়ির ভবতোষ চন্দ্র মজুমদারের ছেলে।

আরও পড়ুন>>>উপদেষ্টা পরিষদে ৩ নীতিমালার খসড়া অনুমোদন

পুলিশ ও স্থানীয় জানায়, ডালিম ও তপন সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। তারা এক সঙ্গে চলাফেরা করত। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরবাটা গ্রামের কুমোদ মজুমদারের বাড়ির সড়কে ডালিমের চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে জেটাতে ভাই তপন। ওই পাশেই আরেক ব্যক্তি মাছ ধরছিল। এনিয়ে তপন হইচই শুরু করে। তখন ডালিত গভীর রাতে তপনকে হইচই করতে নিষেধ করে। একপর্যায়ে এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া বেধে যায়। ওই সময় তপনের হাতে থাকা লোহার পাত দিয়ে তিনি ডালিমকে আঘাত করেন। এতে দুজনের মধ্যে কুস্তাকুস্তি শুরু হয়ে যায়। পরে তারা দুজন গড়াগড়ি খেয়ে পুকুরের পানিতে পড়ে যায়। তখন ডালিম বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে পাশে মাছ ধরতে থাকা মুনছুর এসে ডালিমকে উদ্ধার করে। তাৎক্ষণিক তপনকে পুকুরের পানিতে খোজাঁখুজি করেও উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে রাত সোয়া ২টার দিকে তপনের মরদেহ পুকুরে ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। ডালিমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই শান্তি পদ মুজমদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ডালিমকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।  

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়