ছবি : আপন দেশ
রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক বন্ধুর সঙ্গে তিন দিন আগে রাজধানী ঢাকায় এসে হত্যাকাণ্ডের শিকার হন। রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে তার ২৬ টুকরা মরদেহ উদ্ধার করা হয়।
এ হত্যাকাণ্ডের মূলহোতা বন্ধু জরেজুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতারের পর প্রধান আসামি জরেজুলের প্রেমিকা শামীমাকে আলামতসহ গ্রেফতার করেছে র্যাব-৩।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে শামীমাকে গ্রেফতারের তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
র্যাব-৩ জানায়, আশরাফুল হককে হত্যা করে মরদেহ খণ্ড-বিখণ্ড করার মামলায় মূল আসামি জরেজের প্রেমিকা শামীমাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
তাকে জিজ্ঞাসাবাদের বরাতে ডিবির ওই কর্মকর্তা আরও জানান, আশরাফুলকে হত্যার পর মরদেহ কী করবেন তা নিয়ে পরিকল্পনা করেন জারেজুল ইসলাম ও তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানো শামীমা। একপর্যায়ে দুজনে সিদ্ধান্ত নেন, মরদেহ টুকরো করে ড্রামের মধ্যে নিয়ে কোথাও ফেলে দিয়ে আসবেন। এমনভাবে কাজটি করবেন, যেন কেউ বুঝতে না পারে। সে অনুযায়ী দা দিয়ে লাশ ২৬ টুকরো করে ড্রামে ভরে হাইকোর্টের সামনে ফেলে যায়।
আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্তসংশ্লিষ্ট ডিবি ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত আশরাফুল এবং মালয়েশিয়া প্রবাসী জারেজুল বাল্যবন্ধু। তাদের দুজনেরই বাড়ি রংপুরে। বছর তিনেক আগে ফেসবুকে কুমিল্লার এক প্রবাসীর স্ত্রী শামীমার সঙ্গে পরিচয় হয় জারেজুলের। শামীমা দুই সন্তান নিয়ে কুমিল্লায় থাকেন। জারেজুল ও শামীমা বিবাহিবহির্ভূত সম্পর্কে জড়ান। জারেজুল মাঝেমধ্যেই মালয়েশিয়া থেকে দেশে আসতেন এবং শামীমার সঙ্গে দেখা করতেন। এ সম্পর্কের কথা জারেজুল তার বন্ধু আশরাফুলকে জানিয়েছিলেন।
একসময় জারেজুলের কাছ থেকে আশরাফুল শামীমার ফোন নম্বর নেন। তিনিও শামীমার সঙ্গে যোগাযোগ করেন। এক পর্যায়ে আশরাফুলের সঙ্গেও সম্পর্কে জড়ায় শামীমা। গত ২৩ অক্টোবর জারেজুল মালয়েশিয়া থেকে দেশে এসে রাজধানীর দক্ষিণ দনিয়া এলাকায় একটি বাসা ভাড়া নেন। ওই বাসায় শামীমাকে নিয়ে ওঠেন। জারেজুলের সঙ্গে ওই বাসায় আসেন আশরাফুলও। তখন জারেজুল জানতে পারেন, শামীমার সঙ্গে আশরাফুল সম্পর্কে জড়িয়েছেন।
এ নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে ওই বাসায় আশরাফুলকে হত্যা করা হয়। লাশ নিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ছিলেন জারেজুল ও শামীমা। বাইরে থেকে জারেজুল খাবার কিনে নিয়ে আসতেন, যা তিনি ও শামীমা খেতেন। বৃহস্পতিবার সকালে লাশ বাথরুমে নিয়ে ২৬ টুকরো করেন জারেজুল ও শামীমা। এরপর লাশের টুকরো দুটি ড্রামের ভেতর রাখা হয়। পরে সিএনজিচালিত অটোরিকশায় ওই ড্রাম নিয়ে তারা রাজধানীতে ঘুরতে থাকেন। এক পর্যায়ে হাইকোর্টের সামনে ফেলে যান।
ব্যবসায়ী আশরাফুল হত্যায় আরও নতুন নতুন তথ্য সামনে আসছে। বৃহস্পতিবার সর্বশেষ আশরাফুলের স্ত্রী লাকি বেগম স্বামীর নম্বরে কল দিলে রিসিভ করেন জারেজ। স্বামী কোথায় জানতে চাইলে জারেজ বলেন, ভাবি আমি একজনের কাছে শুনলাম ভাই চট্টগ্রামে গেছে, সেখানে তাকে মানুষ খুন করেছে। বোনের বরাতে এ তথ্য দিয়েছেন নিহত আশরাফুল হকের শ্যালক রেজওয়ান।
তবে এ হত্যাকাণ্ডের জন্য সম্ভাব্য নানা ‘গল্প’ উঠলেও মূল অভিযুক্ত হিসেবে বাল্যবন্ধু জারেজকেই অভিযুক্ত মনে করে নিহতের পরিবার। শুক্রবার জারেজকে প্রধান আসামি করে শাহবাগ থানায় হত্যা মামলা করেছেন আশরাফুলের ছোট বোন মোছা. আনজিরা বেগম। এজাহারে আনজিরা বেগম লেখেন, তার বড় ভাই আশরাফুল হক দিনাজপুরের হিলি বন্দর থেকে সারা দেশে পেঁয়াজ, রসুন, মরিচ, আলুসহ কাঁচামাল সরবরাহ করতেন।
আরও পড়ুন<<>>মোহাম্মদপুরে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৮টায় আসামি জারেজকে নিয়ে ঢাকায় আসেন তিনি। এরপর থেকে আশরাফুলের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। স্বজনদের সন্দেহ, আসামি জারেজ তার সহযোগী অজ্ঞাতপরিচয় আসামিদের সহযোগিতায় ১১ নভেম্বর রাত থেকে ১৩ নভেম্বর রাতের মধ্যে যে কোনো সময় পূর্বপরিকল্পিতভাবে আশরাফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এরপর মরদেহ ২৬ টুকরো করে গুম করার উদ্দেশ্যে দুটি নীল রঙের ড্রামের ভেতর ভরে অজ্ঞাত স্থানে রেখে পালিয়ে যান।
বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান বলেন, নিহতের পরিবারের সদস্যদের থানায় এনে বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়েছে। তাদের দেয়া তথ্য রমনা জোনের ডিসি ও শাহবাগ থানার ওসিকে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ড ঘিরে যত জট: জারেজ মিয়ার সঙ্গে সর্বশেষ ফোনে কথা হয় নিহত আশরাফুলের ছোট বোন রাহেনা বেগমের। এর পর থেকেই মোবাইল নম্বর বন্ধ রেখে লাপাত্তা হন জারেজ। ওই কথোপকথনে জারেজ মিয়া তাকে জানান, তিনি বাড়ি যাওয়ার জন্য সায়েদাবাদ থেকে বাসে উঠছেন, বাড়ি পৌঁছে বিস্তারিত জানাবেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ওই কথোপকথনের ৭ মিনিট ১৩ সেকেন্ডের রেকর্ড কালবেলার হাতে রয়েছে।
এদিকে শুক্রবার দুপুরে গোপালপুর বাজারের পাশে অভিযুক্ত জারেজের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা হলে তিনি জানান, ব্যবসাবাণিজ্য-সংক্রান্ত পাওনা টাকা নিয়ে আসতে তার স্বামী বন্ধু আশরাফুলের সঙ্গে চট্টগ্রামে গেছেন বলে তারা জানতেন।
নিহত আশরাফুলের শ্যালক রেজওয়ান জানান, দুই বছর আগে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করার সময় টেকনাফের এক ব্যবসায়ীর সঙ্গে লেনদেন হয় আশরাফুলের। ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে প্রায় ৩০ লাখ টাকা বকেয়া রাখেন। টাকা ফেরত চাইলে আর কলও ধরতেন না। একপর্যায়ে বদরগঞ্জ থানায় মামলা করলে পুলিশ ও র্যাব যৌথ অভিযানে টেকনাফ থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে রংপুর কারাগারে প্রায় তিন মাস জেল খাটেন ওই ব্যবসায়ী।
নিহতের পরিবারে মাতম: আশরাফুল হত্যাকাণ্ডের খবর শোনার পর থেকেই তার বাড়িতে চলছে মাতম। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারি হয়ে উঠেছে পুরো পরিবেশ। বুকফাটা আর্তনাদ আর বারবার মূর্ছা যাচ্ছেন তার মা ও স্ত্রী।
মা এছরা খাতুন আহাজারি করতে করতে বলেন, মোর একটা ব্যাটা তাকও মারি ফেলাইলো। মোর ব্যাটাক ক্যান মারিল রে বাবা! মোর বুকের ধন ক্যান কাড়ি নিলোরে। এখন এ বাড়িত কেমন করি থাকিম রে সোনা!
অধিক শোকে পাথর হয়েছেন স্ত্রী লাকি বেগম। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে; কিন্তু স্থির হয়ে বসে থাকছেন। মুহূর্তেই ডুকরে উঠে গড়াগড়ি খাচ্ছেন মাটিতে, মূর্ছা যাচ্ছেন।
বড় বোন রওশনারা বেগম বিলাপ করতে করতে বলেন, ‘হামার ভাই তো আর নাই! কিন্তু হামরা ওর (জরেজ) বিচার চাই।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































