Apan Desh | আপন দেশ

১৫ সেনাকর্মকর্তাকে সাবজেলে রাখা হলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৮, ২২ অক্টোবর ২০২৫

১৫ সেনাকর্মকর্তাকে সাবজেলে রাখা হলো

ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী ১৫ সেনাকর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের সাব-জেলে (উপকারাগার) নেয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার আসামি ১৫ জন সেনা কর্মকর্তা।

বুধবার (২২ অক্টোবর) সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানির পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির এ তথ্য জানিয়েছেন।

এদিন সকাল ১০টার দিকে এ সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে থাকা কারা কর্তৃপক্ষের প্রিজন ভ্যানে তোলা হয়। পরে সবুজ রঙের প্রিজন ভ্যানটি ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে। এর আগে ওই ১৫ সেনা কর্মকর্তাকে সকাল ৭টার পর ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আরও পড়ুন<<>> ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

শুনানি নিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এর অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানি শেষে সেনা কর্মকর্তাদের আইনজীবী এম সরোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, তার মক্কেলদের সাব-জেলে (উপকারাগার) রাখা হবে।

পরে অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির বলেন, ১৫ সেনা সদস্যকে ঢাকা সেনানিবাসের যে সাব-জেলে রাখা হবে, সেখানে এরই মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়