ফাইল ছবি
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশের সর্বাধিক জনপ্রিয় এ নেতার প্রয়াণে শোকাচ্ছন্ন পুরো দেশ। শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গণেও। দেশের বর্তমান ও সাবেক ক্রীড়াবিদরা শোক ও সমবেদনা জানিয়েছেন।
সাবেক এ প্রধানমন্ত্রীর কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
সৃতি চারণ করতে গিয়ে বুলবুল বলেন, ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের পর আমাদের বিভিন্ন জায়গায় সংবর্ধনা দেয়া হয়েছিল। তার মধ্যে একটি ছিল তৎকালীন বিএনপির পক্ষ থেকে মিন্টু রোডে আয়োজিত সংবর্ধনা। আমি তখন দলের ভাইস ক্যাপ্টেন ছিলাম। বক্তৃতার সময় অনিচ্ছাকৃতভাবে একটি ভুল বলায় পুরও মঞ্চ কিছুক্ষণ নীরব হয়ে যায়। পরে সঙ্গে সঙ্গে ভুল সংশোধন করি। ঘটনাটি আজও আমার মনে গভীরভাবে দাগ কেটে আছে।
আরও পড়ুন<<>>দিনের বেলায় ফ্লাডলাইট জ্বালিয়ে খেলা শুরু
তিনি বলেন, আমরা যখন আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতাম, তখন তিনি আমাদের দাওয়াত দিতেন। আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত ছিল রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ— যে পুরস্কারটি তিনি নিজ হাতে আমার গলায় পরিয়ে দিয়েছিলেন।
সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিসিবির কর্মসূচি নিয়ে সভাপতি জানালেন, বিসিবির পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছি। আজ শোক দিবস উপলক্ষে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এখানে কোনও রাজনৈতিক বিষয় নেই— আমরা সবাই দেশের নাগরিক এবং আমরা সবাই শোকাহত।
বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে সেসময়ের সরকারের সহায়তার কথা স্মরণ করে বুলবুল বললেন, ২০০৪ সালে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসহ বিভিন্ন ভেন্যু নির্মাণে যে সহযোগিতা পাওয়া গেছে, তা দেশের ক্রিকেট এগিয়ে নিতে বড় ভূমিকা রেখেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































