Apan Desh | আপন দেশ

দিনের বেলায় ফ্লাডলাইট জ্বালিয়ে খেলা শুরু

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ২৯ ডিসেম্বর ২০২৫

দিনের বেলায় ফ্লাডলাইট জ্বালিয়ে খেলা শুরু

ছবি : আপন দেশ

গত তিনদিন ধরে সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ। দেখা নেই সূর্যের। এমন পরিস্থিতিতে একদিনের বিরতি শেষে ফের শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। তবে সূর্যের আলো না থাকায় দিনের বেলায় জ্বালিয়ে দিতে হয়েছে ফ্লাডলাইট। 

সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস। ফ্লাডলাইটের আলোয় শুরু হয়েছে খেলা। তীব্র শীতের রেশ পড়েছে মাঠের দর্শকদের মধ্যেও। শীতের কারণে গ্যালারির বেশিরভাগ ফাঁকা রয়েছে। হাজার খানেক দর্শক এসেছেন খেলা দেখতে।

আরও পড়ুন<<>>টিকটকের সঙ্গে চুক্তি করল বাফুফে

এক নজরে দুই দলের একাদশ
চট্টগ্রাম রয়্যালস : মির্জা বেগ, নাঈম শেখ, মাহফিজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী হাসান (অধিনায়ক), আবু হায়দার রনি, অ্যাডাম রসিংটন (উইকেটরক্ষক), তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাসুদ গুরবাজ।

রংপুর রাইডার্স : ডেভিড মালান, লিটন দাস, তাওহীদ হৃদয়, খুশদিল শাহ, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, আলিস আল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়