Apan Desh | আপন দেশ

বিপিএলে চট্টগ্রামের সঙ্গে থাকছেন না বাশার

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৮, ৫ ডিসেম্বর ২০২৫

বিপিএলে চট্টগ্রামের সঙ্গে থাকছেন না বাশার

ফাইল ছবি

চলতি মাসের ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। প্রথমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উদ্বোধন হতে যাওয়া এ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণ করছে ৬টি দল। এরমধ্যে কয়েকটি নতুন মালিকানায়। যেমন, চট্টগ্রাম রয়েলস। 

ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজার এবং মেন্টর হিসেবে হাবিবুল বাশার সুমনের নাম ঘোষণা করা হয়েছিল। তবে আসর শুরুর আগেই চট্টলার দলটির দায়িত্ব ছাড়লেন তিনি। নিজের নাম প্রত্যাহার করে নিয়ে বাসার জানিয়েছেন, ব্যক্তিগত কারণে থাকছেন না তিনি। 

এদিকে, দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন মমিনুল হক। এ ছাড়া কোচিং প্যানেলে আরো রয়েছেন নাজমুল হোসেন মিলন এবং আশরাফুল ইসলাম জিকো। 

আরও পড়ুন<<>>বিশ্বকাপ হকিতে বাংলাদেশের বড় জয়

অন্যদিকে, শেষ মুহূর্তে ঘর গোছাচ্ছে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও। দলগুলোর কোচিং লাইন-আপও চূড়ান্ত। রংপুর কোচিং স্টাফে প্রধান কোচ হিসেবে আছেন মিকি আর্থার, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস, স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।

রাজশাহী দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন হান্নান সরকার। ঢাকা ক্যাপিটালসের কোচ টবি রাদারফোর্ড। অন্যদিকে সিলেটের প্রধান কোচের দায়িত্বে আছেন সোহেল ইসলাম। নোয়াখালীর দায়িত্বে খালেদ মাহমুদ সুজন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়