Apan Desh | আপন দেশ

বিপিএলের দিনক্ষণ চূড়ান্ত করল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪২, ২৬ নভেম্বর ২০২৫

বিপিএলের দিনক্ষণ চূড়ান্ত করল বিসিবি

ফাইল ছবি

আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। এরইমধ্যে টুর্নামেন্ট শুরুর তারিখ ঠিক করেছে আয়োজকরা। আগামী ১৯ ডিসেম্বর মিরপুরে পর্দা উঠবে দেশের শীর্ষ ঘরোয়া টুর্নামেন্টের।

বুধবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিপিএলের আয়োজক কমিটির সদস্য ইফতেখার রহমান মিঠু।

১২তম আসরে অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। এগুলো হলো— রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। 

আরও পড়ুন<<>>চিলিকে উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের

এবারের নিলামে অংশ নিতে ৫০০'র বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিল। তবে এর মধ্যে থেকে ২৫০ জন ক্রিকেটারকে বাছাই করেছে বিসিবি।

উল্লেখ্য, ১৬ জানুয়ারিতে মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। ম্যাচ মাঠে গড়ানোর আগে ১৭ ডিসেম্বর ঢাকায় আয়োজিত হবে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়