Apan Desh | আপন দেশ

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের দ্বারে টাইগ্রেসরা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪১, ২৮ জানুয়ারি ২০২৬

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের দ্বারে টাইগ্রেসরা

বাংলাদেশ নারী ক্রিকেট দল

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশের মেয়েরা। বুধবার (২৮ জানুয়ারি) নেপালের মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যের একদম নিকটে পৌঁছে গেছে টাইগ্রেসরা। এ জয়ে কুড়ি ওভারের বিশ্বকাপে খেলার পথে অনেকটা এগিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

অবশিষ্ট দুই ম্যাচ থেকে মাত্র একটি জয় পেলেই বিশ্বকাপ নিশ্চিত হবে বাংলাদেশের। এমনকি বৃষ্টিতে ভেসে যাওয়া কোনও ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেও নিশ্চিত হবে মূল পর্ব।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৬৫ রান। জবাবে থাইল্যান্ড ৮ উইকেট হারিয়ে ১২৬ রানে থেমেছে। 

ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম বলে শূন্য রানে আউট হন ওপেনার দিলারা আক্তার। শারমিন আক্তারও বেশিক্ষণ টিকতে পারেননি। ৯ বলে করেন ১১ রান। তার পর অবশ্য জুয়ায়রিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারির ১১০ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তৃতীয় উইকেটের এ বড় জুটিতেই বাংলাদেশ পায় লড়াইয়ের পুঁজি।

আরও পড়ুন<<>>বিশ্বকাপ খেলতে চান যে সব পাকিস্তানি ক্রিকেটার

দুজনই হাফসেঞ্চুরি তুলে নেন। জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি করা জুয়ায়রিয়া ৪৩ বলে করেন ৫৬ রান। তার ইনিংসে ছিল তিনটি চার ও চারটি ছক্কা। সোবহানা ৪২ বলে খেলেন ৫৯ রানের ইনিংস। তাতে ছিল ৯টি চার ও একটি ছক্কা। শেষ দিকে বড় কোনও ইনিংস আসেনি। তবে রিতু মনি ছয় বলে দ্রুতগতিতে ১৫ রান যোগ করেন। 

১৬৬ রানের লক্ষ্য তাড়ায় থাইল্যান্ড শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায়। তবে নাথাকান চান্থাম ৪৪ রান করে কিছুটা লড়াইয়ের আভাস দিয়েছিলেন। নারুয়েমল চাইওয়াই করেন ৩০ রান। নান্নাপাতের ব্যাট থেকেও আসে ২৯ রান। এছাড়া আর কেউ বাংলাদেশের সামনে হুমকি হয়ে দাঁড়াতে পারেননি।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মারুফা আক্তার। ২৫ রানে তিনটি উইকেট নেন। রিতু মনি ও স্বর্ণা আক্তার নেন দুটি করে উইকেট। ফাহিমা খাতুনের শিকার ছিল একটি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়