ছবি: সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভারের জন্য বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল হয়নি। বরং যাচাই-বাছাই শেষে ইতোমধ্যে একাধিক বাংলাদেশি সাংবাদিক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া বিশ্বকাপ সরাসরি মাঠ থেকে কাভার করার লক্ষ্যে বাংলাদেশ থেকে শতাধিক সাংবাদিক আইসিসির কাছে আবেদন জমা দেন। আবেদন গ্রহণের পর আইসিসি পর্যায়ক্রমে আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র ও অতিরিক্ত তথ্য চায়।
আইসিসির নির্দেশনা অনুযায়ী সাংবাদিকরা প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দেন। যাচাই কার্যক্রম সম্পন্ন হওয়ার পর নগর আইসিসি অফিসের মাধ্যমে নির্বাচিত কয়েকজন বাংলাদেশি সাংবাদিককে অ্যাক্রিডিটেশন প্রদান করা হয়েছে। ফলে এটি স্পষ্ট হয়েছে যে আবেদনগুলো বাতিল হয়নি। বরং নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই এগোচ্ছে।
আরও পড়ুন <<>> বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ায় যা বললেন ডি ভিলিয়ার্স
নিরাপত্তা-সংক্রান্ত কিছু আলোচনার কারণে অ্যাক্রিডিটেশন নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও বাস্তবে বাংলাদেশি সাংবাদিকদের বিশ্বকাপ কাভারের সুযোগ বন্ধ হয়নি।
আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে যোগাযোগের পর বিষয়টি আরও পরিষ্কার হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সবশেষে বলা যায়, যাচাই শেষে ধাপে ধাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন দেয়া হচ্ছে এবং এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের ক্রীড়া সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































