ছবি: আপন দেশ
১০ বছর আগে গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসুকে হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম মামলার রায় ঘোষণা করেন।
এছাড়া এ মামলায় আরও চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে জাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী এবং ঝন্টু শেখ।
আরও পড়ুন <<>> নির্বাচনে পুলিশ পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে: আইজিপি
মামলার ঘটনা ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে ঘটেছিল। গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে বাসা ফেরার পথে একদল হামলাকারী বাসুকে কুপিয়ে পালিয়ে যায়। তিনি চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে মারা যান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































