ছবি: আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেয়ার পর প্রবাসীদের দেয়া ২৯ হাজার ৭২৮টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে।
বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।
এক তথ্য বিবরণীতে ইসি জানিয়েছে, ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি। এর মধ্যে ভোটাররা গ্রহণ করেছেন চার লাখ ৯৯ হাজার ৩২৮টি।
ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন করেছেন চার লাখ ৩২ হাজার ৯৮৯ জন। তারা সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন তিন লাখ ৭৯ হাজার ৫৭৯টি ব্যালট। এর মধ্যে ২৯ হাজার ৭২৮টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
আরও পড়ুন <<>> ভোটের শেষভাগে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উদ্বেগ
নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালট ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকেল সাড়ে চারটার মধ্যে পৌঁছলে গণনা করা হবে।
এদিকে দেশের ভেতরের তিন শ্রেণির নাগরিকদের ব্যালট এখনো ফেরত আসা শুরু হয়নি। দেশে ও দেশের বাইরে পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































