Apan Desh | আপন দেশ

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দিবে: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৩, ২৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:১৯, ২৮ জানুয়ারি ২০২৬

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দিবে: ড. ইউনূস

ছবি: আপন দেশ

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দিবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছিল, তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। তার ভাষায়, জুলাই আন্দোলনকারীরাই ভবিষ্যতে বিশ্ব নেতৃত্বে আসবে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ সৃষ্টি হয়েছিল, সেটির কারণেই একটি শক্তিশালী সরকারের পতন ঘটে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ডিজিটাল খাতই এখন মূল চালিকাশক্তি। এ খাত থেকেই পরিবর্তন আসবে। অন্যান্য সব খাত এতে প্রভাবিত হবে।

নাগরিক সেবার ডিজিটালাইজেশন প্রসঙ্গে তিনি বলেন, কাগজে-কলমে অনেক উদ্যোগ নেয়া হলেও বাস্তবে তা পুরোপুরি কার্যকর হয়নি। সরকার শুধু একটি সিস্টেম তৈরি করে জনগণের হাতে তুলে দেবে। জনগণ নিজেদের প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করবে। এটিই তথ্যপ্রযুক্তির শক্তি।

পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে ড. ইউনূস বলেন, তিন জেলার আড়াই হাজার স্কুলের মধ্যে মাত্র ১২টিতে ইন্টারনেট সংযোগ ছিল। যেখানে শিক্ষক নেই, সেখানে ইন্টারনেটই শ্রেষ্ঠ শিক্ষক হতে পারে।

সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণাকে তিনি ভুল বলে উল্লেখ করেন। বলেন, এটি দাসপ্রথার মতো। উদ্যোক্তা তৈরিতে সরকারকে সহায়তার ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুন <<>> ঢাকার কোন এলাকা নিয়ে কোন আসন

সরকারি চাকরি নিয়েও মত দেন প্রধান উপদেষ্টা। তার মতে, পাঁচ বছরের বেশি সরকারি চাকরি করা উচিত নয়। এতে মানসিকতা স্থবির হয়ে পড়ে এবং সৃজনশীলতা কমে যায়।

তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পরপর নতুনভাবে শুরু করা দরকার। সময় বদলালেও পুরোনো চিন্তাধারায় মানুষ বসে থাকে—এটি পরিবর্তন জরুরি।

জালিয়াতি বন্ধের আহবারন জানিয়ে ড. ইউনূস বলেন, বাংলাদেশ জালিয়াতিতে সেরা হয়ে উঠেছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রযুক্তিতে এগোতে হলে জালিয়াতি বন্ধ করতে হবে। বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে চলার সক্ষমতা আমাদের রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়