ছবি : আপন দেশ
গুণাগুণের বিচারে আইসিসি স্বীকৃত ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দশম অবস্থানে রয়েছে। সম্প্রতি ব্রিটিশ ম্যাগাজিন দ্য ক্রিকেটার তাদের পর্যালোচনায় এ তথ্য জানিয়েছে।
বিপিএলের দ্বাদশ আসর কিছুদিন আগেই শেষ হলো। ঐতিহাসিক দিক বিবেচনায় এটি বিশ্বের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে লিগের জনপ্রিয়তা কমেছে। প্রতি বছর নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে বিপিএল আলোচনায় আসে।
দ্য ক্রিকেটার চারটি মানদণ্ডের ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো র্যাঙ্ক করেছে। যেমন- বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক অবস্থান। বিপিএল তিনটি ক্যাটাগরিতে দশম স্থানে রয়েছে। কেবল গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি২০ দশম এবং বিপিএল নবম স্থানে রয়েছে।
আরও পড়ুন <<>> বিশ্বকাপে অ্যাক্রিডিটেশন পাচ্ছেন বাংলাদেশি সাংবাদিকরা
সার্বিক র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারতের আইপিএল, দ্বিতীয় দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি। তালিকার তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, চতুর্থ ইংল্যান্ডের দ্য হান্ড্রেড, পঞ্চম ক্যারিবীয় প্রিমিয়ার লিগ। এরপর পাকিস্তানের পিএসএল, যুক্তরাষ্ট্রের এমএলসি, আইএল টি-টোয়েন্টি, শ্রীলঙ্কার এলপিএল এবং সর্বশেষ বিপিএল।
দ্য ক্রিকেটার ব্যাখ্যা দিয়েছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণে এলপিএল ও বিপিএল কম রেটিং পেয়েছে। তবে তাদের মতে, উভয় লিগের উন্নতির স্পষ্ট সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১৭ কোটিরও বেশি জনসংখ্যার বাংলাদেশে। প্রধান সমস্যাগুলো হলো ফ্র্যাঞ্চাইজি মালিকানায় ঘন ঘন পরিবর্তন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব, খেলোয়াড়দের উচ্চ হারে দলবদল এবং বৈশ্বিক ক্রিকেট ক্যালেন্ডারে অস্থিতিশীল সময়সূচী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































